• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৬০০ কিমি হেঁটে এসে চমকে গেলেন সৌদি সমর্থক

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০২২, ১৫:৫৯
স্পোর্টস ডেস্ক

মরুর বুকে হাঁটা এমনিতেই মিশন ইমপসিবল। তারওপর দীর্ঘ ১৬০০ কিলোমিটার! ঠিক এই অসাধ্য সাধন করলেন সৌদি আরবের তরুণ আবদুল্লাহ আল সালমি। কাতার বিশ্বকাপে নিজ দেশের খেলা দেখতে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিলেন তিনি। আর প্রথম ম্যাচটাতেই চমকে গেলেন এই ফুটবলপ্রেমী।

সেটাই তো স্বাভাবিক। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে গোটা বিশ্বকেই তো চমকে দিয়েছে সৌদি আরব। আবদুল্লাহ বহু কষ্টের পর কাতারে এসেই এমন জয় দেখে মহাখুশি।

সম্পর্কিত খবর

    সৌদি আরবের জেদ্দা থেকে কাতারে আসতে ১৬০০ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি দেন তিনি। এমনটাই চেয়েছিলেন তিনি। ফুটবল দলকে ভালবাসেন বলেই হাঁটতে গিয়েও কষ্ট পাননি। যেমনটা বলছিলেন আবদুল্লাহ, ‘আমি চিরকালই বিশ্বকাপে সৌদি আরবকে খেলতে দেখতে চাইতাম। প্রথমবার বিশ্বকাপের আসর বসেছে কোনও আরব দেশে। আমি তাই পায়ে হেঁটে আরব পেনিনসুলা পার করতে চেয়েছিলাম। কিছুই অসম্ভব নয় এবং কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের সাথে আপনি সবকিছু করতে পারেন।’

    দোহা পৌঁছে জানালেন, এই পথটুকু হাঁটতে তার লেগেছে ৫৫ দিন। মরুর রাস্তা ধীরে ধীরে অতিক্রম করেছেন। কঠোর পরিশ্রমের পরই পা রাখেন কাতারে। আর দলও যেন প্রতিদান দিল তাকে। লিওনেল মেসিদের হারিয়ে এখন তো আকাশে উড়ছে সৌদি আরব।

    আর গোটা সৌদি ভাসছে আনন্দে। জাতীয় দল অঘটন ঘটানোর পর সৌদি আরব জুড়ে ছুটি ঘোষণা করেছেন বাদশাহ সালমান। সবাই এখন মেতে আছেন ফুটবল আনন্দে!

    সৌদি সমর্থক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close