• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপিএল

টানা পঞ্চম জয় সিলেট স্ট্রাইকার্সের

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়ে হারিয়ে টানা পঞ্চম জয় উদযাপন করলো সিলেট স্ট্রাইকার্স।

সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ১২৮ রান ঢাকা। জবাবে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় সিলেট।

১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয় নেমে ভালো শুরু করে সিলেট স্ট্রাইকার্স। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ হারিস ৪৯ বল থেকে করেন ৫২ রান। তবে এরপরেই খেই হারিয়ে ফেলে দলটি। অধিনায়ক নাসিরের বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। ২০ বল থেকে ১২ রান করে নিজের প্রতি ক্ষোভ জানাতে জানাতে সাজঘরে ফেরেন শান্ত।

নাসিরের ওই ওভারেই ফেরেন আরেক অপেনার মোহাম্মদ হারিস। ৩২ বল থেকে ৪৪ রান করে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হারিস। দলীয় ৬১ রানে সিলেট হারায় আরও একটি উইকেট। মাত্র ১ রান করে আরাফাত সানির বলে আউট হন জাকির হাসান।

এরপরে ব্যাটে আসেন মুশফিকুর রহিম। ১২তম ওভারে সানির করা প্রথম বলটি তিনি মোকাবেলা করতে ব্যর্থ হন। ব্যাটের বদলে বল গিয়ে লাগে মুশফিকের প্যাডে। ঢাকার পক্ষ থেকে আবেদন করা হলে আম্পায়ার মোরশেদ আলী খান সাড়া দেননি। পরে নেয়া হয় রিপ্লে। সেখানে দেখা যায়, সানির করা বলটি ছিল উইকেটের লাইনে। মুশফিক পুরোপুরি মিস করে গেছেন বলের লাইন।

টিভি আম্পায়ার তানভীর আহমেদ বারবার পরীক্ষা করে দেখছিলেন সেটিকে। ধারণা করা হচ্ছিল, আউট হয়ে যাবেন সিলেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে সবাইকে অবাক করে দিয়ে নট আউটের সিদ্ধান্ত দেন ফিল্ড আম্পায়ার। আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ঢাকার সৌম্য সরকার এবং অধিনায়ক নাসির হোসেন। সে সময়ে তারা আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। তবে শেষ পর্যন্ত সৌম্য-নাসিররা সে সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা শুরু করেন।

জীবন পেয়ে মুশফিক বেশিদূর যেতে পারেননি। তবে দলের বিপদের মুহূর্তে ২৫ বলে মুশফিকের ২৭ রান সিলেটকে টেনে তুলেছে। মুশফিকের আগে ২০ বলে ১১ রান করে রান আউটের শিকার হন ইমাদ ওয়োসিম। এরপরে থিসারা পেরারা ও আকবর আলী মিলে সিলেটের জয় নিশ্চিত করেন। দুজনে মিলে ১৩ বল থেকে ২৯ রান করেন। তাতে ৫ উইকেটের জয় পায় সিলেট।

এ দিন ইনিংসের শুরুতেই ব্যর্থ হন ঢাকার ওপেনার সৌম্য সরকার। রানের খাতা না খুলেই রুবেল হোসেনের বলে আউট হন তিনি। তবে অপর ওপেনার উসমান গনি নিজের প্রান্ত আগলে রাখেন। তিনি করেন ২৮ বলে ২৭ রানের স্লো ইনিংস। ৯.৫ ওভারে নাজমুল ইসলামের বলে বোল্ড হন গনি। এর আগে আউট হন দিলশান মুনাবীরা ও রবিন দাস।

৫১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। শেষ পর্যন্ত সেই চাপ থেকে দলকে মুক্ত করতে পারেনি ব্যাটসম্যানরা। ব্যাট হাতে ধীর ছিলেন মোহাম্মদ মিঠুন। ২৩ বলে মাত্র ১৫ রান করে ইমাদ ওয়াসিমের শিকার হন মিঠুন। তবে শেষদিকে অধিনায়ক নাসির হোসেন এবং আরিফুলের রানে ভর করে কোনোরকম সংগ্রহ পায় ঢাকা।

৩১ বল থেকে ৩৯ রান করে রান আউট হয়ে ফেরেন ঢাকার দলপতি নাসির। আর ১৬ বলে ২০ রান করা আরিফুলকে থামান মোহাম্মদ আমির। সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম। ৩ উইকেট আর ব্যাট হাতে ১১ রান করে ইমাদ হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিপিএল,সিলেট স্ট্রাইকার্স,ঢাকা ডমিনেটর্স,জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close