• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া ক্রিকেটের জন্য ভালো’

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪১
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের ভেন্যু পাকিস্তান থেকে সরিয়ে নেওয়াটা ক্রিকেটের জন্যই ভালো হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক পাকিস্তান। কিন্তু এ নিয়ে বিতর্ক তুঙ্গে। ভারত কিছুতেই পাকিস্তানে দল পাঠাবে না। পাকিস্তানও এশিয়া কাপের ভেন্যু অন্য কোথাও সরে যাওয়া মানবে না। পাকিস্তানে এশিয়া কাপ না হলে ভারতে এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল পাঠাবে না বলে হুমকি দিয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ তো পাকিস্তানে না এলে ভারতকে নিষিদ্ধ করারই দাবি জানিয়েছেন।

আবদুল রাজ্জাক বলেন, এশিয়া কাপ পাকিস্তানে না হওয়া ক্রিকেট ও ক্রিকেটের প্রচার-প্রসারের জন্য ভালো। ভারত-পাকিস্তান ম্যাচগুলো সব সময়ই আইসিসির টুর্নামেন্টগুলোয় হচ্ছে। যদি এশিয়া কাপ দুবাইয়ের মতো নিরপেক্ষ ভেন্যুতে হয়, তাহলে ভারত-পাকিস্তান ম্যাচ হতে কোনো বাধা থাকবে না। এটাই সবচেয়ে ভালো হবে। এটা ক্রিকেট ও ক্রিকেটার সবার জন্যই ভালো।

ভারত যদি কোনো জায়গায় দল পাঠানো নিয়ে এভাবে আপত্তি তুলতে থাকে, তাহলে তাদের বড় আসর আয়োজনের অধিকার কেড়ে নেওয়া উচিত কি না? উত্তরে তিনি বলেন, ভারত আপত্তি তুলতেই পারে, এর মানে এই নয় যে তাদের বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজনের অধিকার কেড়ে নিতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ক্রিকেট,এশিয়া কাপ,পাকিস্তান,অলরাউন্ডার,আবদুল রাজ্জাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close