• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপিএল

আন্দ্রে রাসেল ঝড়ে বরিশালকে হারালো কুমিল্লা

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৫
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে আন্দ্রে রাসেলের ঝড়ে ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান করে বরিশাল। জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করে কুমিল্লা।

স্বল্প রানের জবাবে এসে মাত্র ১১ রানেই ওয়াসিমের বলে আউট হন কুমিল্লার ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এরপরে জাকের আলীকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার লিটন দাস। কিন্তু ৬.২ ওভারে দলীয় ৪১ রানে জাকের আউট হলে ৩০ বলে ২৫ রানের লিটন-জাকের জুটি ভেঙে যায়। ১৬ বলে ১০ রান করা জাকেরকে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান।

উইকেটে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস এসে লিটনকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন। কিন্তু সে যাত্রা বেশিদূর যেতে পারেনি। ১০ বলে মাত্র ৫ রান করে খালেদের বলে আউট হন কুমিল্লার অধিনায়ক ইমরুল।

দলীয় ৬০ রানে মোসাদ্দেক ও ৭৪ রানে লিটন আউট হলে ম্যাচ বরিশালের নিয়ন্ত্রণে চলে যায়। আর মাত্র ১২২ রানের লক্ষ্যই কুমিল্লার কাছে তখন কঠিন হয়ে পড়ে। তবে ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

শুরুতে রাসেল উইকেটে কিছুটা ভুগলেও শেষ পর্যন্ত কয়েকটি ছক্কার মার দিয়ে খেলা শেষ করেন। এসময় রাসেলকে সঙ্গ দেন পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। দুজনে মিলে ২৬ বলে ৪৮ রান করে কুমিল্লার জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথম ইনিংসে বরিশালের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে ৩২ রান করেছেন করিম জানাত। আর অধিনায়ক সাকিব আল হাসান করেন ১২ বলে মাত্র ৬ রান।

এ দিন শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে গিয়ে থামে তাদের ব্যাটিং ইনিংস। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম। ৩.১ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে পাঁচটি উইকেট নেন মুকিদুল। তাতে একাই বরিশালের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিপিএল,ফরচুন বরিশাল,আন্দ্রে রাসেল,ঝড়,কুমিল্লা ভিক্টোরিয়ান্স
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close