• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্য হান্ড্রেডে এবারো দল পেলেন না সাকিব

প্রকাশ:  ২৪ মার্চ ২০২৩, ১৩:১৮
স্পোর্টস ডেস্ক

গত দুই আসরের মতো এবারো দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। শুধু তিনিই নন, দল পাননি বাংলাদেশের আর পাঁচ ক্রিকেটারের কেউই।

আগামী পহেলা আগস্ট অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের তৃতীয় আসর। বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে এ আসরের নিলাম। গত দুই আসরের নিলামেও নাম দিয়েছিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এ তারকা। কিন্তু সেই দুবারও প্রত্যাখ্যাত হয়েছিলেন আইপিএল, পিএসএল, সিপিএল মাতানো এই তারকা।

দ্য হান্ড্রেডের এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ১ লাখ ২৫ হাজার পাউন্ড। তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তারকা ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কেউই। দল না পাওয়া বাংলাদেশের বাকি পাঁচ তারকারা হলেন: লিটন দাস, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব।

ড্রাফটে লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড। আফিফ ছিলেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। বাকি তিন ক্রিকেটার নাসুম, তাসকিন ও সৌম্যর ছিল না নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য।

নারীদের দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম। তবে তাকে দলে টানার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

তবে বাংলাদেশি তারকারাই নন, এবারের ড্রাফটে দল পায়নি বেশকিছু বড় নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও রাইলি রুশো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দল,দ্য হান্ড্রেড,সাকিব আল হাসান,ক্রিকেট,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close