• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশ-আয়ারল্যান্ড 

১০০ টাকায় দেখা যাবে টেস্ট, টিকিট বিক্রি শুরু

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৩, ১৫:১৯
স্পোর্টস ডেস্ক

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার লড়াই টেস্টে। ৪ এপ্রিল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে লড়াই। এ ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনেও।

রোববার (২ এপ্রিল) দুপুর দুইটার পর থেকে বিসিবির ওয়েবসাইটে (https://ticket.tigercricket.com.bd/registration) অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

এছাড়া শারীরিকভাবেও টিকিট কেনা যাবে। সোমবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে বিক্রি শুরু হবে। সর্বনিম্ন ১০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের ২০০, ক্লাব হাউজ ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,আয়ারল্যান্ড,বিক্রি,টাকা,টিকিট,টেস্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close