• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৩, ২৩:১২
স্পোর্টস ডেস্ক

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

দুই ফরম্যাটের জন্য ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সুলতানা খাতুন। তার সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলের খেলোয়াড় স্বর্ণা আক্তার ও অধিনায়ক দিশা বিশ্বাস। তবে দলে জায়গা হয়নি নেই সাবেক দুই অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ।

আগামী ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এর আগে শ্রীলঙ্কার উদ্দেশে ২৫ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২ ও ৪ মে। টি-টোয়েন্টি হবে ৯, ১১ ও ১২ মে। এর মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘোষণা,দল,নারী,শ্রীলঙ্কা,সফর,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close