• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রথমবারের মতো নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়া

প্রকাশ:  ১৫ জুন ২০২৩, ১০:৪৭
স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আবারো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলো দলটি।

রটারডামের দে কুইপ স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাটস উইফারের পাস থেকে জাল খুঁজে নেন দনিয়েল মালেন। এগিয়ে থাকার স্বস্তি নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া।

৫৫তম মিনিটে পেনাল্টি থেকে ক্রোয়াটদের সমতায় ফেরান আন্দ্রেজ ক্রামারিচ। আট মিনিট পর সফরকারীদের এগিয়ে দেন পাসালিচ। তাতে জয়ের স্বপ্ন দেখতে থাকেন মদ্রিচরা। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে চেষ্টা করে নেদারল্যান্ডস। তাদের সেই প্রচেষ্টার ফল মেলে ম্যাচের একদম শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ছয় মিনিটে দারুণ এক গোলে ডাচদের সমতায় ফেরান নোয়া লাং।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে! ৯৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার বাঁকানো শটে ক্রোয়াটদের এগিয়ে দেন ব্রুনো পেতকোভিচ। ডাচদের কফিনে শেষ পেরেকটি ঠুকান মদ্রিচ। ১১৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৪-২ করেন ক্রোয়াট অধিনায়ক। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও উঠে ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডারের হতে।

নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ লড়বে ইতালি-স্পেন। যেখানে জয়ী দলের বিপক্ষে রোববার (১৮ জুন) ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ক্রোয়েশিয়া,ফাইনাল,উয়েফা নেশনস লিগ,নেদারল্যান্ডস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close