• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ম্যাচ শেষে লিটন দাস

সেরা ব্যাটিংটা করতে পারিনি, তামিম-রিয়াদ দারুণ খেলেছেন

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৯
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৮৬ রানের বড় ব্যবধানে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। এ ম্যাচে কিউইদের জয়ের নায়ক ইশ সোধি একাই ৩৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৪ রানের বেশি তুলতে পারেনি সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে ১৬৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে বাংলাদেশের হয়ে খারাপ করেননি ওপেনার তামিম ইকবাল। ৫৮ বলে করেছেন ৪৪ রান। স্ট্রাইকরেট দৃষ্টিনন্দন না হলেও অন্যদের তুলনায় বেশ ভালোই। বাউন্ডারি ছিল ৮টি।

দলে না থাকা নিয়ে যাকে নিয়ে বেশি আলোচনা সেই মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেই এসেছে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস। ৭৬ বলের ইনিংসে তিনি হাঁকান চারটি চার ও এক ছক্কা। যাদের নিয়ে আশা ছিল বেশি সেই লিটন দাস, সৌম্য সরকার, তৌহিদ হৃদয় ছুঁতে পারেনি দুই অঙ্কের রান।

ম্যাচ শেষে তাই বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, লোয়ার অর্ডারে ব্যাটাররা বেশ ভালো করেছে। উইকেট ভালোই ছিলো। তবে আমরা সেরা ব্যাটিংটা করতে পারিনি। আমাদের দুই সিনিয়র (তামিম ও রিয়াদ) দারুণ খেলেছেন। তবে তাদের ইনিংস ৮০, ৯০ কিংবা ১০০ও হতে পারতো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লিটন দাস,নিউজিল্যান্ড,বাংলাদেশ,ইশ সোধি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close