• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||

জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে বিশ্বনাথ

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০২৩, ০০:৪২
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে মান রেখেছে বাংলাদেশ ফুটবল দল। ফিরতি লেগে মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে খেলার সুযোগ।

ম্যাচের পর পতাকা হাতে উদযাপনে মেতে উঠে পুরো দল। সেখানেই ‘সেভ প্যালেস্টাইন, ফ্রম দ্যা টেররিস্ট ইসরায়েল’ লেখা পতাকা হাতে উদযাপন করেছেন জাতীয় দলের অন্যতম তারকা বিশ্বনাথ ঘোষ। তার সঙ্গে যোগ দিয়েছেন সতীর্থরাও। এমন নজির দেশের ফুটবলে এর আগে দেখা যায়নি।

ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এখন বিশ্বব্যাপী সবচেয়ে বড় আলোচিত বিষয়। নানা অঙ্গনের তারকারা পাশে দাঁড়াচ্ছেন ফিলিস্তিনের। কয়দিন আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান সহমর্মিতা প্রকাশ করেন। এবার শামিল হলো বাংলাদেশ ফুটবল দলও।

এদিকে বাংলাদেশ খেলবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৬টি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মাঠ,হাত,পতাকা,ফিলিস্তিন,জয়,বাংলাদেশ,মালদ্বীপ,বিশ্বনাথ ঘোষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close