• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিল্লি না গিয়ে ঢাকায় ফিরলেন লিটন দাস

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২৩, ০০:২৭
স্পোর্টস ডেস্ক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এ ম্যাচে নামার আগেই ছুটিতে দেশে ফিরলেন টাইগার ওপেনার লিটন দাস। কলকাতায় পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশ দলের সঙ্গে দিল্লিতে যাননি এ ওপেনার।

বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীতে পা রাখেন লিটন দাস।

রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের পরবর্তী ট্রেনিং সেশনে যোগ দেবেন তিনি।

জানা গেছে, লিটন ও তার স্ত্রী তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন। এখন তার কাছ থেকে সুখবর শোনার অপেক্ষা। অবশ্য বিশ্বকাপে তার সময় খুব একটা ভালো কাটেনি। সর্বোচ্চ ৭৬ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ভারত ম্যাচে ৬৬ রান করেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে তার রান ছিলো ৪৫। তার সবগুলো প্রচেষ্টা বিফলে গেছে।

আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙার অপেক্ষায় সাকিব আল হাসানরা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লিটন দাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close