• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপ বাছাইপর্ব

একইদিনে হারের মুখ দেখলো আর্জেন্টিনা-ব্রাজিল

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৩, ০৯:১৬
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা। অন্যদিকে, কলম্বিয়ার কাছেও হারলো ব্রাজিল। তবে হেরেও টেবিলেই শীর্ষেই আছে আর্জেন্টিনা। আর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল।

বৃহস্পতিবার (বাংলাদেশ সময় আজ সকালে) বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এল মনুমেন্টালে খেলার ৪১ মিনিটে আর্জেন্টিনার জালে প্রথম বল পাঠান করেন উরুগুয়ের রোনাল্ড আরাউহো। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম গোল করলেন তিনি। ৮৭ মিনিটে দারউইন নুনেজ অতিথিদের জয় নিশ্চিত করেন। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে বিপর্যয়ের পর এই প্রথম হারলো মেসিরা।

এদিকে, বারানকিলায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিলো প্রথমার্ধে। কিক অফের চতুর্থ মিনিটেই গোলটি করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৭৫ থেকে ৪ মিনিটের মধ্যে দুই গোল করেন লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিশ্বকাপ,বাছাইপর্ব,ব্রাজিল,আর্জেন্টিনা,হার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close