• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
  • ||

গিলক্রিস্ট-ওয়াহকে পেছনে ফেলে রোহিত-গিল জুটির রেকর্ড

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫০
পূর্ব পশ্চিম ডেস্ক

মিচেল স্টার্ককে প্রিয় পুল শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন শুভমান গিল। বল চলে যায় মিড অনে দাঁড়ানো অ্যাডাম জাম্পার হাতে। ৪ রানে আউট গিল, ৩০ রানে ভাঙে ওপেনিং জুটি।

সম্পর্কিত খবর

    আহমেদাবাদে রোববার বিশ্বকাপ ফাইনালে ওপেনিং জুটি থেকে রান বেশি না আসলেও রেকর্ড গড়েছে রোহিত শর্মা-শুভমান গিল জুটি। এক বছরে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান নিয়ে তারা টপকে যান অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহকে।

    ২০২৩ সালে রোহিত-গিলের জুটি থেকে আসে ১৫২৩ রান। ১৯৯৯ সালে অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহ ১৫১৮ রান করেছিলেন। আর ১৯৯৮ সালে ১৬৩৫ রান নিয়ে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলি।

    গিল চলতি বছর পাঁচ সেঞ্চুরিতে করেন ১৫৮৪ রান। হাফ সেঞ্চুরি ৯টি। গড় ৬৩.৩৬। আর ২৭ ম্যাচে ১২৫৫ রান করেন অধিনায়ক রোহিত। সেঞ্চুরি ২টি, হাফ সেঞ্চুরি ৯টি। গড় ৫২.২৯।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close