• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়

প্রকাশ:  ০২ ডিসেম্বর ২০২৩, ০০:৫২
স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচ সিরিজে পর পর দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসে সিরিজে ফেরে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ ম্যাচে জয় তুলে নিতে ভুল করেনি ভারত। শুক্রবার (১ ডিসেম্বর) অজিদের ২০ রানে হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে নিশ্চিত করেছে স্বাগতিকরা।

এদিন রায়পুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা হয় দারুণ। জয়সওয়াল দলকে এনে দেন উড়ন্ত শুরু। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ওপেনিং জুটিতে ৫০ আসার পর ফেরেন তিনি।

এরপরই ছন্দপতন ঘটে। যদিও রিংকু সিং ও জিতেশ শর্মার দারুন ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ট্রাভিস হেড দারুণ শুরু করলেও ব্যর্থ হন জশ ফিলিপে। অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণয়ের স্পিনে পরাস্ত হতে থাকেন অজি ব্যাটাররা। ফিলিপে ৭ বলে ৮ রান করে ফেরেন বিষ্ণয়ের শিকার হয়ে। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩১ রানের ইনিংস। বেন ম্যাকডারমট ১৯ ও অ্যারন হার্ডি ৮ রানে আউট হন। এ তিন জনকেই ফেরান অক্ষর প্যাটেল।

১৯ রান টিম ডেভিড ও ২২ রান করা ম্যাথিউ শর্টকে এর পর ফেরান দীপক চাহার। শেষের দিকে একা কিছুটা প্রতিরোধ গড়ে ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড। কিন্তু বড় জুটি না হওয়ায় তাতে দলের হার ঠেকাতে পারেননি।

৪ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অক্ষর প্যাটেল। রোববার (৩ ডিসেম্বর) বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকতা রক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জয়,অস্ট্রেলিয়া,সিরিজ,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close