• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্বিতীয় টি-টোয়েন্টিও ইংল্যান্ডকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৪০
স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে তোলে ১৭৬ রান। রান তাড়ায় ইংল্যান্ড যেতে পারে ১৬৬ পর্যন্ত।

১৭৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দলীয় ৯ রানেই ইংল্যান্ড হারায় অধিনায়ক জস বাটলারের উইকেট।

দ্বিতীয় উইকেট জুটিতে উইল জ্যাকস ও ফিল সল্ট বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। তবে দায়িত্ব নিয়ে খেলে ইনিংস বড় করতে পারেননি তারা। সল্ট ২৫ ও জ্যাকস আউট হন ২৪ রান করে।

এরপর হাল ধরার চেষ্টা করেন স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন। এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুদাকেশ মোতি। ১৭ রান করেই ফিরতে হয় লিভিংস্টোনকে। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। ক্রিস ওকসও ফিরে যান মাত্র ২ রান করে।

এরপর মঈন আলী ১৩ বলে ২২ ও রিহান আহমেদ ৩ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলো না।

ক্যারিবীয়দের হয়ে ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৩ রান এনে দেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স। মেয়ার্স ১৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় ৫৪ রানের মধ্যে আরো ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। নিকোলাস পুরান ৫, শাই হোপ ১ ও শিমরন হেটমায়ার আউট হন মাত্র ২ রান করে।

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক রভম্যান পাওয়েলকে নিয়ে ৪৯ বলে ৮০ রানের জুটি গড়েন কিং। পাওয়েল আউট হন ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে। ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন কিং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়েস্ট ইন্ডিজ,ইংল্যান্ড,টি-টোয়েন্টি,সিরিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close