• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়াকে ২১৬ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩
স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে তারা। অসিদের হাতের মুষ্ঠির ভেতরে থেকেই নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করেছে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অলআউট হয়ে অসিদের মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

শনিবার (২৭ জানুয়ারি) ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে আগের দিনের ১৩ রানে ১ উইকেট নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের খেলা পুনরায় শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আজকের দিনে ৯ উইকেটের বিনিময়ে ক্যারিবীয়রা তুলতে পারে ১৮০ রান।

দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৪১ রান করেন কির্ক ম্যাকেঞ্জি। ক্যারিবীয় এই ব্যাটারের প্রতিরোধ ভেঙে দেন অসি স্পিনার নাথান লায়ন। এলবিডব্লিুউর ফাঁদে ফেলে ম্যাকেঞ্জিকে সাজঘরের পথ দেখান লায়ন।

এছাড়া আলিক অ্যাথানেজে ৭২ বলে ৩৫, জাস্টিন গ্রেভস ৬০ বলে ৩৩, অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৫৪ বলে ১৬ ও কেভিন সিনক্লেয়ার করেন ৫৯ বলে ১৪ রান।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাদের চেয়ে ২২ রান দূরে থাকতেই প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অসিরা প্রথম ইনিংসে করে ৯ উইকেটে ২৮৯ রান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়েস্ট ইন্ডিজ,রান,অস্ট্রেলিয়া,সিরিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close