• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০২
পূর্বপশ্চিম ডেস্ক

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিবকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিব প্রায় ৫ বছর ধরে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন। ২০১৯ সালের পর এই প্রথম শীর্ষস্থান হারালেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে, আফগান রেটিং পয়েন্ট ৩১৪ নিয়ে সবার ওপরে রয়েছেন মোহাম্মদ নবী। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ‌

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস করেন মোহাম্মদ নবী। এতেই র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। তালিকার চার ও পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা।

ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট সাকিবের। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং পয়েন্ট ২১৭। টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে আছেন সাকিব।

খেলা,ক্রিকেট,সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close