• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেট টেস্টে লঙ্কানদের কাছে বড় হার বাংলাদেশের

প্রকাশ:  ২৫ মার্চ ২০২৪, ১৭:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

হারের মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল ম্যাচের তৃতীয় দিনেই। অপেক্ষা ছিল শুধু সময়ের। চতুর্থ দিন শ্রীলঙ্কার সেই অপেক্ষা মাত্র তিন ঘণ্টা দীর্ঘায়িত করতে পারল বাংলাদেশ।

সোমবার (২৫ মার্চ) সিলেটে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই ম্যাচে বাংলাদেশে হেরেছে ৩২৮ রানের বড় ব্যবধানে।

সিলেট টেস্টে আগের দিনই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৫১১ রানের অসম্ভব লক্ষ্যে বাংলাদেশকে গড়তে হতো রেকর্ড। যেখানে টাইগারদের ২১৫ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। তাই চতুর্থ দিন দেখার ছিল প্রতিরোধটা কতক্ষণ স্থায়ী হয়। সেই প্রতিরোধটা দেখা গেলো লোয়ার অর্ডারে। যার পথপ্রদর্শক হয়ে থাকলেন মুমিনুল। তাইজুলের বিদায়ের পর সপ্তম উইকেটে মিরাজ ও অষ্টম উইকেটে শরিফুলকে নিয়ে জুটি গড়েছিলেন। পুরো ইনিংসে ৬৬ ও ৪৭ রানের এই দুটি জুটিতেই লড়াই করেছে বাংলাদেশের। মিরাজ, শরিফুল ফিরলেও মুমিনুল একা আরও কিছুক্ষণ টেনে নিয়েছেন। অভিজ্ঞ ব্যাটার ৮৭ রানে অপরাজিত থাকলেও নাহিদ রানা বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না। এই পেসারের উইকেট পড়তেই ১৮২ রানে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে।

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪৯.২ ওভারে ১৮২/১০ (মুমিনুল ৮৭*, মাহমুদুল হাসান জয় ০, নাজমুল হোসেন শান্ত ৬, জাকির হাসান ১৯, দীপু ০, লিটন ০, তাইজুল ৬, মিরাজ ৩৩, শরিফুল ১২, খালেদ ০, রানা ০), লক্ষ্য ৫১১ রান।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১১০.৪ ওভারে ৪১৮/১০ ( রাজিথা ৪*; দিমুথ করুণারত্নে ৫২, নিশান মাদুশকা ১০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, দিনেশ চান্ডিমাল ০, বিশ্ব ৪, ধনাঞ্জয়া ১০৮, প্রবাথ ২৫, লাহিরু ০, কামিন্দু ১৬৪) শ্রীলঙ্কার লিড ৫১০ রান।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১.৩ ওভারে ১৮৮/১০ (রানা ০*; জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, জয় ১২, শাহাদাত ১৮, লিটন ২৫, তাইজুল ৪৭, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২)।

শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুণারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)।

ফল: শ্রীলঙ্কা ৩২৮ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ধনঞ্জয়া ডি সিলভা

খেলা,বাংলাদেশ,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close