• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে হারাল স্পেন

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০
স্পোর্টস ডেস্ক

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ জয় নিয়েই মাঠ ছেড়েছে লুইস এনরিকে স্পেন। দলের হয়ে দু’টো গোল করেন সাউল নিগেস ও রদ্রিগো। ইংলিশদের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস র‍্যাশফোর্ড।

শনিবার (০৮ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ লন্ডনের ওয়েম্বলিতে ম্যাচের প্রথম গোলটা করে ইংল্যান্ড। ম্যাচের মাত্র ১১তম মিনিটেই মার্কাস র‍্যাশফোর্ডের গোলে লীড নেয় স্বাগতিকরা। বাম প্রান্ত থেকে লুক শ ক্রস বাড়িয়ে দিলে সেটি ধরে কোনাকুনি শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ ফরোয়ার্ড।

পিছিয়ে থাকাটা খুব একটা মানতে পারেনি স্পেন। মিনিট দুয়েক বাদেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে তারা। ডি-বক্সের মধ্যে কিছুটা এগিয়ে এক জনকে কাটিয়ে রদ্রিগোর দেওয়া ব্যাক-পাস জটলার মধ্যে পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার সাউল নিগেস।

ম্যাচের ৩৫তম মিনিটে লিড নেয় অতিথিরা। প্রথম গোলের জোগানদারা রদ্রিগো এবার আবির্ভুত হন গোল স্কোরার হিসেবে। বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারার ফ্রি-কিক থেকে ছয় গজের বক্সের মধ্যে ফাঁকায় যান রদ্রিগো। সময় নষ্ট না করে বাম পায়ের আলতো টোকায় দলকে এগিয়ে নেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড রদ্রিগো।

প্রথমার্ধের শেষ দিকেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় সে দফায় গোল বঞ্চিত হয় তারা। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে গোল মিসের মহড়া। ৮১তম মিনিটে দলকে সমতায় ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন র‌্যাশফোর্ড। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে আরো একবার ইংল্যান্ড গোলের সুযোগ মিস করলে ২-১ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

/অ-ভি

উয়েফা নেশনস লিগ,ইংল্যান্ড,হারাল,স্পেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close