• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গুরুকে শেষ শ্রদ্ধা জানালেন শচিন

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৪
স্পোর্টস ডেস্ক

বিনোদ কাম্বলি, প্রবীণ আমরে, সমীর দীঘে, বলবিন্দর সিং সাঁধুর মতো ক্রিকেটারদের নিজের হাতে তৈরি করেছেন৷ তবে রমাকান্ত আচরেকরকে ক্রিকেটবিশ্ব চেনে শচিন টেন্ডুলকারের কোচ হিসাবে৷ গুরু-শিষ্যের এমন অবিচ্ছেদ্য সম্পর্ক ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি৷

শচিনকে নিয়ে গর্বিত হলেও প্রিয় ছাত্র যাতে আত্মতুষ্টিতে না ভোগে, তাই কখনও প্রকাশ্যে তাঁর প্রশংসা করেননি আচারেকর৷ বড়াই করে কখনও নূন্যতম কৃতিত্বটুকুও দাবি করেননি৷ তবে শচিন নিজের কখনও গুরুর অবদান অস্বীকার করেননি৷ বরং পরম কৃতজ্ঞতাবোধে নিজের যাবতীয় সাফল্যের কৃতিত্ব দিয়েছেন আচরেকর স্যারকে৷ শিক্ষক ও ছাত্রের এমন মধুর সম্পর্কে ইতি পড়ায় স্বাভাবিকভাবেই বিমর্ষ টেন্ডুলকার৷

আচরেকরের মৃত্যুতে শোকস্তব্ধ শচিন শেষশ্রদ্ধা জ্ঞাপণেও গুরুকে রাখলেন নিজের কেরিয়ারের ঊর্দ্ধে৷ স্পষ্ট জানালেন, আচারেকর ছাড়া তাঁর পক্ষে শচিন টেন্ডুলকার হয়ে ওঠা সম্ভব হতো না৷ প্রিয় কোচের প্রয়াণে সচিন নিজের বিবৃতিতে জানান, ‘আচরেকর স্যারের উপস্থিতিতে স্বর্গোদ্যানের ক্রিকেট সমৃদ্ধ হবে৷’

টেন্ডুলকার বলেন, আরও অনেক ছাত্রের মতো আমিও ক্রিকেটের এবিসিডি শিখেছিলাম স্যারের তত্ত্বাবধানে৷ আমার জীবনে ওনার অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই ভিতটা তৈরি করে দিয়েছেন স্যার৷

স্মৃতিচারণে শচিন আরও বলেন, গত মাসে ওনার আরও কয়েকজন ছাত্রের সঙ্গে আমি দেখা করি স্যারের সঙ্গে৷ একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাই৷ পুরনো দিনের কথা মনে করে আমরা হাসাহাসিও করি৷ আচরেকর স্যার আমাদের শিখিয়েছেন সোজা খেলা ও সরলভাবে বাঁচার মূল্যবোধ৷ আমাদের আপনার জীবনের একটা অঙ্গ করার জন্য এবং আপনার কোচিং দর্শন দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য অনেক ধন্যবাদ৷ ওয়েল প্লেড স্যার৷ আশা করি যেখানেই থাকুন আরও কোচিং করিয়ে যাবেন৷

/এস কে

গুরু,শ্রদ্ধা,শচিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close