• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তৃতীয় রাউন্ডে দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:২২
স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে জয়যাত্রা অব্যহত দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের৷ গতবারের ওমেনস সিঙ্গলসজয়ী ক্যারোলিন ওজনিয়াকি ঝড়ের গতিতে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকান৷ মেনস সিঙ্গলসের খেতাব ধরে রাখার লক্ষ্যে কোর্টে নামা রজার ফেডেরার স্ট্রেট সেটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতলেও কোয়ালিফায়ার প্রতিপক্ষের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়৷

প্রথম রাউন্ডে বেলজিয়ামের অ্যালিসনকে অনায়াসে হারিয়ে আসা মেয়েদের তৃতীয় বাছাই ওজনিয়াকি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জেতেন একতরফাভাবে৷ মাত্র ১ ঘণ্টা ৬ মিনিটে সুইডেনের জোহানা লারসনকে ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দেন ড্যানিশ টেনিস সুন্দরী৷ অঘটন না ঘটলে তৃতীয় রাউন্ডে ওজনিয়াকি কোর্টে নামার কথা মারিয়া শারাপোভার বিরুদ্ধে৷

সম্পর্কিত খবর

    অন্যদিকে ছেলেদের তৃতীয় বাছাই ফেডেরার প্রথম রাউন্ডে সহজ জয় তুলে নেন ডেনিস ইস্তোমিনের বিরুদ্ধে৷ দ্বিতীয় রাউন্ডে সুইস কিংবদন্তি কোর্টে নেমেছিলেন ব্রিটিশ কোয়ালিফায়ার ড্যান ইভান্সের বিরুদ্ধে, যিনি ডোপ নেওয়ার দায়ে এক বছরের নির্বাসন কাটিয়ে নিজের ক্যারিয়ারকে পুনরায় শক্ত ভিতে স্থাপণ করার চেষ্টায় রয়েছেন৷

    ইভান্স এদিন ফেডেরারকে কড়া টক্কর দেন৷ প্রথম দু’টি সেটে ফেডেরারের কাছ থেকে ব্রেক আদায় করে নিলেও টাইব্রেকারে দু’বারই হেরে বসেন ব্রিটিশ তারকা৷ তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি ফেডেক্স৷ সব মিলিয়ে ২ ঘণ্টা ৩৫ মিনিটে ফেডেরার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে যান ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৩), ৬-৩ সেটে৷ তৃতীয় রাউন্ডে ফেডেরার খেলবেন আমেরিকার টেলর ফ্রিৎজের বিরুদ্ধে৷

    ওজনিয়াকি ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম গতবার মেলবোর্ন পার্কে জিতলেও ফেডেরার এর আগে ছ’বার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে তুলেছেন৷ গত দু’বারের চ্যাম্পয়ন রজার হ্যাটট্রিকের আশায় এবার মেলবোর্নের কোর্টে নেমেছেন৷ ইতিমধ্যেই কুড়িটি মেজর ট্রফি ঝুলিতে পোরা ফেডেরার শেষমেশ চ্যাম্পিয়ন হতে পারেন কি না সেটা সময় বলবে৷ তবে, যেভাবে এগচ্ছেন, তাতে কোনও কিছুই অসম্ভব মনে হচ্ছে না ফেরেরার পক্ষে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close