• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বসেরা হওয়ার দ্বারপ্রান্তে ভারতীয় ক্রিকেটার

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯
স্পোর্টস ডেস্ক

দেশের জার্সিতে মোট ২২টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন৷ ৩৪.৮৮ গড়ে সংগ্রহ করেছেন ৫৯৩ রান৷ হাফসেঞ্চুরি করেছেন ৫টি৷ আর তাতেই আইসিসি ব়্যাংকিংয়ে এক নম্বরের সিংহাসনে বসে পড়ার উপক্রম অষ্টাদশী জেমিমা রডরিগেজের৷

সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতীয় মহিলা দলকে৷ তা সত্ত্বেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসি ব়্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের৷ টি-২০ ব়্যাংকিংয়ে সব থেকে উল্লেখযোগ্য লাফ দিয়েছেন দুই টপ অর্ডার ব্যাটার জেমিমা রডরিগেজ ও স্মৃতি মন্ধনা৷ পিছিয়ে গিয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত৷

সম্পর্কিত খবর

    নিউজিল্যান্ড সিরিজের আগে জেমিমা ছিলেন টি-২০ ব্যাটারদের তালিকার ৬ নম্বরে৷ তিন ম্যাচে যথাক্রমে ৩৯, ৭২ ও ২১ রান করে তিনি উঠে এসেছেন চার ধাপ৷ আইসিসি’র সাম্প্রতিকতম টি-২০ ব্যটারদের তালিকায় দু’নম্বরে নাম রয়েছে জেমিমার৷ তার সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৩৭৷ সামনে শুধু কিউয়ি তারকা সুজি বেটিস৷ যার ঝুলিতে রয়েছে ৭৬৫ রেটিং পয়েন্ট৷ কয়েকটা ম্যাচের ধারাবাহিকতাই জেমিমাকে বিশ্বব়্যাংকিংয়ের শীর্ষে নিয়ে যেতে পারে৷

    অন্যদিকে আইসিসি’র এক নম্বর ওয়ান ডে ব্যাটার স্মৃতি মন্ধনা টি-২০ ব়্যাংকিংয়েও উল্লেখযোগ্য উন্নতি করেছেন৷ ১০ নম্বর থেকে চার ধাপ এগিয়ে ভারতীয় ওপেনার চলে এসেছেন ৬ নম্বরে৷ হরমনপ্রীত কউর চার ধাপ নেমে চলে গিয়েছেন সাতে৷ মিতালি রাজ তিন ধাপ নেমে ছিটকে গিয়েছেন প্রথম দশের বাইরে৷ তিনি রয়েছেন ১১ নম্বরে৷

    বোলারদের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন পুণম যাদব৷ রাধা যাদব ১৮ ধাপের লম্বা লাফে ঢুকে পড়েছেন প্রথম দশে৷ তিনি রয়েছে ঠিক দশ নম্বরে৷ দীপ্তি শর্মা ৫ ধাপ উন্নতি করে চলে এসেছেন ১৪ নম্বরে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close