• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপের জন্য আইপিএলে বোলারদের নিয়ে বাড়তি সতর্ক বিসিসিআই

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে বাকি আর মাত্র ১০০ দিন৷ তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে’ সিরিজই কোহলিদের জন্য শেষ পরীক্ষা৷ হাইভোল্টেজ এই সিরিজের পরই আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে যাবে ভারতীয় ক্রিকেটাররা৷ সেক্ষেত্রে আইপিএল ফাইনালের পর দু'সপ্তাহের মধ্যেই বিশ্বকাপে নেমে পড়তে হবে কোহলিদের৷ আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম পান সেই ভাবনা ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে পৌঁছে দিতে চায় বিসিসিআই৷

ওয়ার্কলোড কমাতেই ফ্র্যাঞ্চাইজিগুলিকে রোটেশনের মাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের খেলানোর প্রস্তাব বোর্ডের৷ সেক্ষেত্রে লিগের সব ম্যাচ খেলতে না হওয়ায় বিশ্বকাপের আগে প্রয়োজনীয় বিশ্রাম পাবেন ক্রিকেটাররা৷ এই ভাবনায় বিশেষ করে রয়েছেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ মতো তারকা পেসাররা৷

সম্পর্কিত খবর

    ফিটনেসে উন্নতি এনে বিশ্বকাপের জন্য নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন ভারতীয় পেসার শামি৷ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই অ্যাওয়ে সিরিজেই ওয়ান ডে দলের দারুণ পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা পাকা করে নিয়েছেন এই স্পিডস্টার৷ লম্বা আইপিএল খেলার পর শামির সেই ফিটনেসে প্রভাব পড়ুক তা চায় না বোর্ড৷ সেকারণেই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিমান ধরার আগে বোলারদের নিয়ে বাড়তি সতর্ক বিসিসিআই৷

    শামির সঙ্গে বুমরাহ ও ভুবির মতো পেসারের নামও রয়েছে এই তালিকায়৷ শেষ বছরটা বল হাতে দারুণ কেটেছে বুমরাহ৷ তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার এই ত্রয়ীই কোহলির দলের পেস বিভাগের তুরুপের তাস৷ গুরুত্বপূর্ণ তিন তারকাকেই তাই প্রতি ম্যাচে খেলিয়েই ফ্র্যাঞ্চাইজিগুলি বাজিমাত করতে চাইবে৷ সেক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে টানাপোড়েনও হতে পারে বলেই মনে করছে ক্রিকেটমহল৷ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close