• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘোড় সওয়ারি শিখছেন শিখর ধাওয়ান (ভিডিও)

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯
স্পোর্টস ডেস্ক

দীর্ঘ সিরিজ শেষে আপাতত কয়েকদিনের ছুটি ভারতীয় ক্রিকেটারদের। অ্যাওয়ে সিরিজ সাফল্যের সঙ্গেই কেটেছে। এ বার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজ। বিশ্বকাপের আগে এটাই শেষ লিমিটেড ওভারের সিরিজ ভারতের। এখান থেকেই বেছে নেওয়া হবে বিশ্বকাপ দল। তার পর আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ। এর পর আর দম ফেলার সময় পাবেন না ভারতের ক্রিকেটাররা। তাই এই সময়টা নিজেদের মতো কাটাতে ব্যস্ত সকলেই। পিছিয়ে নেই শিখর ধাওয়ানও। তিনি নিজেই তার কাটানো মুহূর্তে পোস্ট করলেন টুইটারে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ঘোড় সওয়ারি শিখছেন শিখর ধাওয়ান। ২৪ ফেব্রুয়ারি থেকে আবার সকলকেই দেখা যাবে ক্রিকেট মাঠে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সম্পর্কিত খবর

    অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে মিশ্র পারফর্মেন্স ছিল শিখর ধাওয়ানের। কিন্তু সেটাই হয়তো তাঁর বিশ্বকাপের দলে ঢুকে পড়ার জন্য যথেষ্ট। অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ আর নিউজিল্যান্ডে ওডিআই ও টি২০ সিরিজে ভরসা দিয়েছে শিখর ধাওয়ানের ব্যাট।

    অস্ট্রেলিয়ায় দুই টি২০তে দারুণ শুরু করেছিলেন ধাওয়ান। সর্বোচ্চ রানও ছিল তাঁর। দুই টি২০তে ১১৭ রান করেছিলেন তিনি। ৫৮.৫০ গড়।কিন্তু ওডিআই সিরিজে সাফল্য আসেনি। তিন ম্যাচে মাত্র ৫৫ রানই করতে পেরেছিলেন ১৮.৩৩ গড়ে।

    কিন্তু সেই ব্যর্থতা থেকে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধ পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ঘুরে দাঁড়ান। অম্বাতি রায়ডুর পর তাঁর ব্যাট থেকেই এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রান সিরিজের। ৪৭ গড় ও ৮১.৭৪ স্ট্রাইকরেট নিয়ে ১৮৮ রান করেন তিনি।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close