• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গেইলের বিশ্বরেকর্ডের দিনে ইংল্যান্ডের জয়

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৭
স্পোর্টস ডেস্ক

দুরন্ত শতরান দিয়ে কাম ব্যাক৷ সঙ্গে ঝকঝকে বিশ্বরেকর্ড৷ তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিতে পারলেন না ক্রিস গেইল৷ইউনিভার্স বসের স্বভাবসুলভ অতিমানবিক ইনিংস ঢাকা পড়ে গেল জেসন রয় ও জো রুটের জোড়া সেঞ্চুরিতে৷

সম্পর্কিত খবর

    শেষবার দেশের জার্সিতে ওয়ান ডে খেলতে নেমেছিলেন গতবছর জুলাইয়ে৷ বিশ্বকাপের কথা মাথায় রেখে গেইলকে একদিনের দলে ফিরিয়েছেন ক্যারিবিয়ান নির্বাচকরা৷ যদিও গেইল নিজের ওয়ান ডে ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছেন সিরিজ শুরুর আগেই৷ ঘোষণা করেছেন, আগামী বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে ব্যাট-প‍্যাড তুলে রাখবেন চিরতরে৷

    মাঝে ব্যাট হাতে ক্রিজে নেমেই ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের স্বপ্ন দেখানো শুরু করে দিলেন ক্রিস গেইল৷ কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ৷ জন ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন গেইল৷ অত্যন্ত মন্থর শুরু করলেও ব্যক্তিগত নয় রানের মাথায় প্লাঙ্কেটের বলে জেসন রয়ের হাত থেকে জীবন দান পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ক্যারিবিয়ান দৈত্যকে৷

    দুটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৭৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ কর গেইল ক্যারিয়ারের ২৫ তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছে যান নিমেষে৷ ৩ টি চার ও নয়টি ছক্কার সাহায্যে ১০০ বলে তিন অঙ্কের গণ্ডি টপকে যান তিনি৷ শেষমেষ ব্যক্তিগত ১৩৫ রানের মাথায় বেন স্টোকসের বলে প্লেড-অন হয়ে সাজঘরে ফেরেন ইউনিভার্স বস৷ ১২৯ বলের ইনিংসে তিনি সব মিলিয়ে তিনটি চার ও ১২ টি ছক্কা মারেন৷

    এমন ধ্বংসাত্মক ইনিংস খেলার পথে গেইল গড়ে ফেলেন নতুন বিশ্বরেকর্ড৷ এ দিনের পর তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ছক্কার সংখ্যা দাঁড়ায় ৪৮৮, যা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ৷ তিনি টপকে যান তারকা পাক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে৷ প্রাক্তন পাক অধিনায়ক ৫২৪ ম্যাচ মেরেছেন ৪৭৬টি ছক্কা৷ গেইল তাকে টপকে বিশ্বরেকর্ড গড়েন ৪৪৪ নম্বর আন্তর্জাতিক ম্যাচে৷

    গেইলকে সঙ্গ দিয়ে ক্যাম্পবেল ৩০, হোপ ৬৪ ও ড্যারেন ব্র্যাভো ৪০ ও নার্স ২৫ রানের কার্যকরী রাখলে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৬০ রান তুলে ফেলে৷ স্টোকস ও আদিল রশিদ তিনটি করে উইকেট নেন৷ দু’টি উইকেট ক্রিস ওকসের৷

    জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়৷ জেসন রয় ৮৫ বলে ১২৩ ও জো রুট ৯৭ বলে ১০২ রান করেন৷ ক্যাপ্টেন মর্গ্যান ৬৪ রানের লড়াকু ইনিংস খেলেন৷ হোল্ডার দু’টি উইকেট নিলেও তাঁর একার প্রচেষ্টা ব্যর্থ হয় ক্যারিবিয়ান ফিল্ডারদের জঘন্য পারফরম্যান্সের জন্য৷ ৬ উইকেটে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড৷ ম্যাচ সেরা হন জেসন রয়৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close