• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপে পাকিস্তানের সাথে ম্যাচ বয়কটের পক্ষে বিরাট

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২০
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷বিখাশাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট বলেন, বিশ্বকাপে পাক ম্যাচ খেলা নিয়ে দেশের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত৷ পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ ৪০ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোহলি স্পষ্ট করে দেন সবকিছুর উর্ধ্বে দেশ৷ সেকারণেই বিশ্বকাপের ম্যাচ নিয়ে বিসিসিআই ও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে এগোবে ভারতীয় দল৷ উল্লেখ্য বিশ্বকাপে ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ ভারতের৷

পুলওয়ালার ঘটনা সপ্তাহ ঘুরতে না ঘুরতে শিরোনামে এখন বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ৷ ভারতীয় সেনা কনভয়ের উপর প্রতিবেশি দেশের মদতপুষ্ট জঙ্গি হামলার ঘটনার পর বিভিন্ন মহলে এখন নিন্দার ঝড়৷ পাকিস্তানের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে সবরকম সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাংগুলি৷ একধাপ এগিয়ে আরেক প্রাক্তন গৌতম গম্ভীর আবার আলোচনার টেবিলের পরিবর্তে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের মুখোমুখি হওয়ার হুংকার দিয়েছেন৷ সেই সঙ্গে পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের স্মৃতি সরিয়ে ফেলাও হয়েছে৷

সম্পর্কিত খবর

    ফলে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ এখন বোর্ডের কোর্টে৷ ইতিমধ্যেই পাকিস্তানকে কোণঠাসা করতে সরফরাজদের দেশকে বিশ্বকাপে বয়কট করার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিতে চলেছে বিসিসিআই৷ যদিও বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কোর্টে ফেলে দিয়েছে বোর্ড৷ এমন পরিস্থিতিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়টি সম্পূর্ণভাবে বোর্ড ও সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দিচ্ছেন ভারতীয় কাপ্তান৷

    ক্রিকেটমহল অবশ্য বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ নিয়ে দ্বিধাবিভক্ত৷ প্রাক্তনদের মধ্যে সৌরভ যখন খেলার জগতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলছেন৷ সেখানে বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নয়, বরং পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামার ‘বদলা’ নেওয়ার পক্ষে শচিন তে টেন্ডুলকার৷ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে তিনি সহমত বলে জানিয়েছেন ‘ক্রিকেটঈশ্বর’৷ অর্থাৎ বিশ্বকাপ ভারত-পাক ম্যাচ নিয়ে সুনীল গাভাস্কারের কথারই প্রতিধ্বনি হয়েছে শচিনের গলায়৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close