• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ১১:৫৫ | আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:৫৮
স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীদের হামলায় সফর বাতিল করে দেশে ফিরছে বাংলাদেশে ক্রিকেট দল৷ স্থানীয় সময় শুক্রবার দুপুরে ক্রাইস্টচার্চে র দু’টি মসজিদে বন্দুকধারীদের হামলা এবং স্ট্রিকল্যান্ড স্ট্রিটে গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পরই সফল বাতিলের সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট বোর্ড৷

হেগলে ওভালে শনিবার থেকে তৃতীয় টেস্ট খেলার কথা ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের৷ কিন্তু শুক্রবার দুপুরে নামাজ পড়তে বাংলাদেশ ক্রিকেটাররা ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে পৌঁছনোর পর দুই বন্দুকধারী গুলি ছুঁড়তে থাকে৷ আতঙ্কিত হয়ে সেখান থেকে নিরাপদেই বাংলাদেশ ক্রিকেটারদের বের করে নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা৷ অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটাররা৷ এই ঘটনার পরই দেশে ফেরার বিমান ধরার ইচ্ছেপ্রকাশ করেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা৷

সম্পর্কিত খবর

    ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন৷ তবে তারা এতটাই আতঙ্কিত যে, দ্রুত দেশে ফেরার বিমান ধরতে চান৷ ওদের মানসিক অবস্থা ক্রিকেট খেলার মতো রয়েছে কিনা বলতে পারব না৷

    ক্রাইস্টচার্চে দু’টি মসজিদ আল নূর ও লিনউড মসজিদ ছাড়াও স্ট্রিকল্যান্ড স্ট্রিট গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা৷ এখন পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এটিকে নিউজিল্যান্ডের কালো দিন বলে ব্যাখ্যা করেছেন৷

    নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও ডেভিড হোয়াইট জানিয়ে দেন হেগলে ওভালে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে৷ পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ হোয়াইট জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে খেলা সম্ভব নয়৷ দুই দলের ক্রিকেটাররাই মানসিকভাবে বিপর্যস্ত৷

    চলতি সিরিজে এটাই ছিল শেষ ম্যাচ৷ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৩ হারের পর প্রথম দু’টি টেস্টেও নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হয় বাংলাদেশ৷ শনিবার থেকে শুরু হতে চলা ক্রাইশ্চচার্চ টেস্ট বাতিল হওয়ায় দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল৷ বাংলাদেশ ক্রিকেট দল ছাড়াও এই মুহূর্তে ক্রাইশ্চচার্চে রয়েছে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল৷ তাদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close