Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯, ৫ চৈত্র ১৪২৫
  • ||

মনে হচ্ছিল সিনেমা দেখছি,পরে বুঝলাম এটা সন্ত্রাসীদের কার্যকলাপ: পাইলট

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৯, ১০:১৭
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

ক্রাইস্টচার্চে হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সন্ত্রাসী এ হামলায় ৪৯জন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ এখন পুরো নিউজিল্যান্ড। এই ঘটনায় আহত প্রায় অর্ধশতাধিক। সেই সাথে বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট। শনিবার দেশে ফিরে আসছেন বাংলাদেশ ক্রিকেট দল।

কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েন তামিম-মুশফিকরা। তাদের মানসিক অবস্থা এবং ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

কথা বলার সময় বাংলাদেশ দলের ম্যানেজারের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। তিনি বলেন, আর ৫-৭ মিনিট আগে হলে আমরা মসজিদেই থাকতাম। যা ঘটেছে তা অত্যন্ত ভয়ের। চাই না কখনও এরকম হোক। কেউ এর কবলে পড়ুক। আমরা অতি সৌভাগ্যবান।

তিনি আরো বলেন, বাসে ১৬-১৭ জন ছিলাম। এর মধ্যে সৌম্য সরকার ছিল। আমরা নামাজ আদায় করতে যাচ্ছিলাম। আমাদের দু'জন সদস্য হোটেলেই থেকে গিয়েছিল। মসজিদের ৫০ গজের মধ্যে ছিলাম। বাস থেকে আমরা সব দেখতে পাচ্ছিলাম। যেন মনে হচ্ছিল সিনেমা দেখছি। রক্তাক্ত হয়ে মানুষ মসজিদ ছেড়ে বেরিয়ে আসছিল।

খালেদ মাসুদ আরও বলেন, আমরা নিজেরাও বাসের মধ্যে ৮-১০ মিনিট মাথা নিচু করে ছিলাম। যদি ওরা গুলি চালায় এই ভয়ে। পরে বুঝলাম এটা সন্ত্রাসীদের কার্যকলাপ।

/এস কে

apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত