• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আয়ারল্যান্ডকে স্বাগত জানাতে আফগান ক্রিকেট দলের গ্রুপ ডান্সের আয়োজন(ভিডিও)

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৯, ১২:১৬ | আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১২:২০
স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের বাইশ গজে বিপক্ষকে তুর্কি নাচন আগে অনেক নাচিয়েছেন, এবার অতিথির জন্য নাচলেন নিজেরা৷

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সম্পর্কিত খবর

    কিচ্ছু বুঝলেন না তো! প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেটের আয়োজক দেশ আফগানিস্তান৷ ভারতীয় ভূখন্ডে এবার প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেট আয়োজন করেছে আফগান ক্রিকেট বোর্ড৷ প্রতিপক্ষ অতিথি আয়ারল্যান্ড৷ শুক্রবার থেকেই শুরু হয়েছে আফগানিস্তান-আয়ারল্যান্ডের এক ম্যাচের টেস্ট সিরিজ৷ সিরিজের প্রথম ম্যাচের আগে অতিথি আয়ারল্যান্ডেকে স্বাগত জানাতে গ্রুপ ডান্সের আয়োজন করল আফগান ক্রিকেট দল৷

    লাল গালিচায় আফগানি ডান্সের মধ্যে দিয়ে আয়ারল্যান্ড দলকে স্বাগত জানালেন রশিদ খান-মহম্মদ নবিরা৷ নাচের অনুষ্ঠানে শেরওয়ানির সঙ্গে দলের ব্লু রঙা ব্লেজারে আফগান ক্রিকেটারদের পাওয়া গেল একেবারে অন্য মেজাজে৷ ক্রিকেটারদের নাচের মধ্যে দিয়ে অতিথি দলকে আপ্যায়নের এমন অভিনব উদ্যোগ নজিরবিহীন৷ আসগার-রশিদ খানদের এই উদ্যোগ ইতিমধ্যেই ক্রিকেটমহলে প্রশংসা কুড়িয়েছে৷

    প্রসঙ্গত, দেরাদুনে টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড৷ আফগান পেসার-স্পিনারদের আক্রমণের সামনে অবশ্য খুব একটা সুবিধে করে উঠতে পারেনি অতিথিরা৷ ৬০ ওভার ব্যাট করে ১৭২ রানে আয়াল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়৷ আফগানিস্তানের হয়ে মহম্মদ নবি ও ইয়ামিন আহমেদজাই তিনটি করে উইকেট পেয়েছেন৷ রশিদ খানও ওয়াকার সালামখেলি বাকি চার উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন৷ জবাবে ২ উইকেট হারিয়ে ৩১ ওভার শেষে ৯০ রান তুলেছে আফগান দল৷ আট উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংস থেকে আফগানিস্তান এখনও ৮২ রানে পিছিয়ে৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close