• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোহলির ধরাছোঁয়ার বাইরে নন শচিন: ক্যালিস

প্রকাশ:  ২১ মার্চ ২০১৯, ১১:১২
স্পোর্টস ডেস্ক

বয়স মাত্র ৩০ এরই মধ্যে টেস্টে ২৫ ও ওয়ান ডে ক্রিকেটে ৪১টি মিলিয়ে মোট ৬৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির ঝুলিতে৷ যে রকম ঝড়ের গতিতে এগিয়ে চলেছেন, তাতে ভারত অধিনায়কের পক্ষে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙা অসম্ভব নয় বলেই মনে করেন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ জ্যাক ক্যালিস৷

ইডেনে কেকেআরের প্র্যাকটিসের ফাঁকে বিরাট কোহলি প্রসঙ্গে ক্যালিস বলেন, বিরাট বিশ্বমানের ক্রিকেটার৷ ও নিজের ফিটনেস ধরে রাখতে পারলে কোথায় গিয়ে থামবে বলা সম্ভব নয়৷ শচিনের রেকর্ড ভাঙতে পারবে কি না, সেটা একমাত্র কোহলিই বলতে পারে৷ তবে যেভাবে সে এগুচ্ছে তাতে কোনও কিছুই অসম্ভব নয়৷

সম্পর্কিত খবর

    কালিসের কথায়, আমার বিশ্বাস কোহলি যতদূর যেতে চায় যেতে পারে৷ ও বিশ্বমানের ক্রিকেটার৷ বছরের পর বছর ও সেটা প্রমাণ করেছে৷ লোকে ওর ব্যাটিং দেখতে পছন্দ করে৷ ও অত্যন্ত সাবলীলভাবে ব্যাটিং করে এবং সবকিছু অত্যন্ত স্বাভাবিকভাবে নেয়৷ এটাই ওর সব থেকে বড় গুন৷ নিজের খেলা নিয়ে ও কঠোর পরিশ্রম করে, যে কারণে মাঠে দীর্ঘ সময় ধরে ওকে ক্ষুধার্ত দেখায়৷ কে জানে ও কোথায় থামবে৷

    ক্যালিস আরও বলেন, সেঞ্চুরির সেঞ্চুরি করতে পারবে কি না, সেটা একমাত্র কোহলিই বলতে পারবে৷ যদি দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়ার মতো ফিট থাকে, তবে কোনও কিছুই ওর ধরাছোঁয়ার বাইরে নয়৷

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিরিজ হারলেও বিশ্বকাপে ক্যাপ্টেন হিসাবে কোহলি খুব একটা চাপে থাকবেন বলে মনে করেন না নাইট কোচ৷ তিনি জানান, ভারতীয় ক্রিকেটের গঠনতন্ত্র নিয়ে আমার খুবে বেশি ধারণা নেই৷ তবে আমার মনে হয় না ও কোনও রকম চাপের মধ্যে থাকবে৷ কোহলি দলকে দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছে এবং আরও দেবে নিশ্চিত৷ ছেলেরা ওকে অনুসরণ করে৷ ও নিশ্চিতভাবে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close