• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৬:২৫ | আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৬:৫৬
স্পোর্টস ডেস্ক

আইপিএল ২০১৯ এর অভিযান শুরু করল কেকেআর৷ ঘরের মাঠ ইডেনে নাইটদের এদিনের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ৷সানরাইজার্স এর বিরুদ্ধে টস জিতে এদিন বোলিং নিয়েছে নাইটব্রিগেড৷ চোটের কারণে এদিন কেন উইলিয়ামসনের সার্ভিস পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ৷ পরিবর্তে সানরাইজার্স দলকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার৷

একনজরে টিম কেকেআর–

সম্পর্কিত খবর

    ক্রিস লিন, সুনীল নারিন,রবিন উথাপ্পা, শুভমন গিল, নীতিশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা৷

    অর্থাৎ কার্লোস ব্রাথওয়েটকে বাইরে রেখে এদিনের দল সাজালো কেকেআর৷ এই ইডেনেই ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেছিলেন ব্রাথওয়েট৷ স্বভাবতই ইডেনকে ব্রাথওয়েটের পয়া মাঠ বলা হয়৷ আইপিএল ২০১৯ অভিযান ম্যাচে অবশ্য ব্রাথওয়েটকে বাইরে রেখে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসনে আস্তা রাখল নাইট থিঙ্কট্যাঙ্ক৷

    একনজরে টিম সানরাইজার্স হায়দরাবাদ-

    ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, দীপক হুডা, সাকিব আল হাসান, বিজয় শংকর, ইউসূফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধান্ত কল, সন্দীপ শর্মা৷

    ইডেনের মাঠে কেকেআর বনাম সানরাইজার্স লড়াইয়ে কে এগিয়ে?

    এখনও পর্যন্ত ইডেনে KKR VS SRH এর মধ্যে ৭টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ৫ ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স৷

    শেষ মৌসুমে ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে নাইটদের পরিসংখ্যান-

    শেষ মৌসুমে ইডেনে সানরাইজার্সের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছে কেকেআর৷ গ্রুপ পর্বের ম্যাচে সানরাইজার্সের সামনে ১৩৮ রানে নাইটরা পর্যুদস্ত হয়েছিল৷ ম্যাচ জিতেছিল সানরাইজার্স৷ কোয়ালিফাই পর্বের অন্য ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৪ রান তুলেছিল সানরাইজার্স৷ জবাবে ১৬০ রানে নাইটদের ইনিংস শেষ হয়েছিল৷ এই লড়াইয়েও ম্যাচ জিতেছিল সানরাইজার্স৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close