• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেনাপোলে ১কোটি ৭৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০১৯, ২২:০৯
বেনাপোল(যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা মুল্যের একটি চোরাচালান পণ্য চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৫এপ্রিল) বিকাল ৪ টায় ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা চোরাচালান পণ্য আটকের বিষয়টি একটি ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত করেন।

বিজিবি জানায়, তারা গোঁপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তিনটি কাভাট ভ্যান আটক করে। পরে ওই কাভাট ভ্যান তল্লাশী করে আমদানী/রপ্তানীর নথিভূক্ত বহির্ভূত বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন চালান পাওয়া যায়। এর আগে বিজিবির উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।পণ্য চালানটি অবৈধ হওয়ায় তা আটক দেখানো হয়েছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে আংটি, লকেট, বালা, নুপুর, টিকলী, শাখা চুড়ি শংখ ও পিতলের থালা। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা বলেও জানায় বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পণ্য বেনাপোল কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পিবিডি/জিএম

যশোর,বেনাপোল চেকপোস্ট,চোরাচালান পণ্য,আটক,বিজিবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close