• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হেলিকপ্টারে এসে প্রচারে আ.লীগের দুই নেতা

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০২২, ১২:২৬
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ চাপে রয়েছে। এ অবস্থায় এবার হেলিকপ্টারে উড়ে এসে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। তাঁদের এই প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দলীয় নেতাকর্মীরাও সমালোচনা করেছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা এই প্রচারণাকে আচরণবিধি লঙ্ঘন বলেছেন।

শাল্লা উপজেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও শাল্লা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল লেইছ চৌধুরী বলেন, ‘এটা আচরণবিধি লঙ্ঘন। তাঁরা হেলিকপ্টারে উড়ে এসে মোটর শোভাযাত্রার মাধ্যমে সমাবেশ করেছেন। ভোটারদের প্রভাবিত করে বক্তব্য দিয়েছেন। বক্তারা শুধু আচরণবিধি ভঙ্গ করেই বক্তব্য দেননি, শিষ্টাচারবহির্ভূত বক্তব্যও দিয়েছেন। তাই তাঁদের সমাবেশ বর্জন করেছে এলাকার মানুষ।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সাংবাদিকদের বলেন, ‘হেলিকপ্টার নির্বাচনী এলাকায়ও নামানো হয়নি। জেলা সভাপতি সাহেবের মেয়ে জামাই আজমিরীগঞ্জে এসেছিলেন। আমরাও তার সঙ্গে এসেছিলাম।’

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পাইনি।’


পূর্বপশ্চিমবিডি/জিএস

হেলিকপ্টার,আ.লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close