• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তীব্র শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০২২, ১৫:৪৭
দিনাজপুর প্রতিনিধি

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। গত দুই দিনে রাতে সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের প্রকোপ। সারাদিনে হিমেল বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশা তো রয়েছেই। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।

শনিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্ব‌নিম্ন তাপমাত্রা ১২ দশ‌মিক ৭ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে। ত‌বে বাতা‌সে আর্দ্রতা ৯৯ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯ থেকে ১২ কিলোমিটার ব‌লে জানান জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান।

ইটভাটার শ্রমিক শাহিন ইসলাম বলেন, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। আজ ভাটায় যাই নাই। শীত আর ঘন কুয়াশার কারণে বাসায় বসে আছি।

কৃষক রবিউল বলেন, শীত আর ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাছে না। তাই মাঠ কাজে যেতে পারছি না।

এদিকে দিন দিন তাপমাত্রা কমতে থাকায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশক সেলাইয়ের দোকানে। লেপ-তোশক বানিয়ে নিচ্ছেন মানুষ। দোকানগুলোতে শীতের পোশাক বিক্রি বেড়েছে। সেইসঙ্গে শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভাগ করছে।


পূর্বপশ্চিমবিডি/জিএস

দিনাজপুর,শীত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close