• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভিডিও ভাইরাল

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২২, ১৯:৫৫
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার একটি ভিডিও সিসিটিভি থেকে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার (২ জানুয়ারি) বিকালে খোঁজ নিয়ে জানা যায়, পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবকের নাম আবু কালাম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সে আত্মগোপন করেছে।

সেই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত এক যুবক তার হাতের ব্যাগ থেকে পিস্তল বের করে আতঙ্ক সৃষ্টি করছে। ওই সময় তার বাহিনী লাঠিসোটা নিয়ে আশপাশের মানুষের ওপর হামলা চালায়। তবে কাদের ওপর হামলা করছে সেই বিষয়টি পুরোপুরি দেখা যায়নি ভিডিওতে।

ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে ফতুল্লার মধ্য ইসদাইর এলাকায় গাবতলী এলাকার উচ্ছৃঙ্খল যুবকরা হামলা করে। ওই সময় তারা রাস্তায় যাকে পেয়েছে তাকেই মারধর করেছে। একপর্যায়ে এলাকার লোকজন হামলাকীরদের বাধা দিতে গেলে পিস্তল উঁচিয়ে ওই যুবক আতঙ্ক সৃষ্টি করে।

ফতুল্লার মধ্য ইসদাইর এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া জানান, পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবকের নাম আবু কালাম। সে গাবতলী এলাকার কিশোর গ্যাং লিডার।

ফতুল্লা মডেল থানার (ওসি) রকিবুজ্জামান বলেন, শুনেছি কোনো একটি সিসিটিভি থেকে অস্ত্র হাতে কিছু যুবকের হৈ-হুল্লোড় ভিডিও প্রকাশ হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিতে পুলিশের একটি টিম কাজ করছে।


পূর্বপশ্চিমবিডি/জিএস

প্রকাশ্যে পিস্তল,ভিডিও ভাইরাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close