• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নওগাঁয় কারামুক্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২২, ১৭:২৯
নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) নওগাঁ জেলা কারাগার ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ্য উদ্যোগে কারাগারের মূলফটকের সামনে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কারাগার থেকে মুক্তি পাওয়া দুইজন নারীকে দুটি সেলাই মেশিন ও দুইজন পুরুষকে দুটি রিকশাভ্যান তুলে দেওয়া হয়। এছাড়াও কারাগারে আটক বন্দিদের বিনোদনের জন্য দুটি টেলিভিশন দেওয়া হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ। এ সময় সেখানে বেসরকারি কারা পরিদর্শক অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. হারুন অল রশিদ, নওগাঁ সমাজ সেবা অধিদপ্তর বিভাগের উপ-পরিচালক নুর মোহাম্মদ, জেল সুপার ফারুক আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সাজেদুর রহমান ও জেলার মো.শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাজ সেবা কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, ‘সমাজসেবা বিভাগের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির পক্ষ থেকে কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের জীবিকা নির্বাহের সরঞ্জাম দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা করা হচ্ছে।’

জেল সুপার ফারুক আহম্মেদ বলেন, ‘কারাগার এখন শাস্তির কেন্দ্র নয়, কারাগার এখন সংশোধণাগার। সেই লক্ষ্যে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন এবং পূনর্বাসনের অংশ হিসেবে এসব বিতরণ করা হয়েছে’।


পূর্বপশ্চিমবিডি/জিএস

সহায়তা সামগ্রী বিতরণ,নওগাঁ,কারামুক্ত,,কারামুক্ত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close