• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আয়া দিয়ে সিজার, কপাল কাটলো নবজাতকের

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৫
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে আয়া দিয়ে প্রসূতির সিজার করানো হয়েছে। এ সময় নবজাতকের কপাল কেটে ফেলেন আয়া। পরে আশঙ্কজনক অবস্থায় ওই নবজাতককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আল মদিনা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

সম্পর্কিত খবর

    ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ায় ওই ক্লিনিকে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করে দেয় প্রশাসন।

    এ বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

    জানা গেছে, জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আল মদিনা প্রাইভেট হাসপাতালে সিজারের জন্য শনিবার ভর্তি হন রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার জনৈক রুপা বেগম। সকাল ৮টার সময় প্রসূতিকে সিজার করান হাসপাতালের আয়া চায়না রহমান। সিজারের সময় নবজাতকের কপালের একটি অংশ কেটে ফেলা হয়। এতে মারাত্মকভাবে ক্ষতি হয় নবজাতকের। তার কপালে ৯টি সেলাই দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে সেখানে উপস্থিত হয় থানা পুলিশের একটি দল।

    এ সময় আটক করা হয় চায়না রহমান নামের সেই আয়াকে ও ক্লিনিকের মালিক পলাশ মোল্যাকে। পরে ঘটনাস্থলে হাজির হন সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেলের এএসপি সুমন রঞ্জন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

    পূর্বপশ্চিম- এনই

    আয়া দিয়ে সিজার

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close