• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাসিক নির্বাচন

কাউন্সিলর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১১:৫৯ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:০৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বন্দর ২৩ নম্বর ওয়ার্ডের হাজি সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাটিম ও ঠেলাগাড়ি প্রতীকের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

২৩ নম্বর ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ লাটিম ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করছেন।

সাইফুদ্দিন আহমেদ এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী। ঠেলাগাড়ি প্রতীকের আবুল কাউসারের বাবা সাবেক সাংসদ আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি৷

জানা যায়, লাটিম প্রতীকের কয়েকজন সমর্থক কেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। এ সময় ঠেলাগাড়ি পক্ষের একজন সমর্থক তা নিয়ে পুলিশের কাছে আপত্তি জানালে লাটিম প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কেন্দ্রের বাইরে থাকা ভোটাররা ভয় পেয়ে কেন্দ্র ছেড়ে চলে যায়।

ঠেলাগাড়ি প্রতীকের এক সমর্থক মো. দীপু বলেন, পুলিশ এখানে পক্ষপাতিত্ব করছিলেন। তাদের সামনেই লাটিমের লোকজন কেন্দ্রের ভেতরে ঢুকে নারী ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। তারা কেন্দ্রের বাইরে এবং ভেতরে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। তখনই তারা (লাটিম সমর্থকরা) আমাদের উপর হামলা করেছে।

লাটিমের সমর্থক শাহিন আহমেদ ঠেলাগাড়ির সমর্থকদের জামায়াত শিবিরের লোক দাবি করে বলেন, ওরা কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চেয়েছিলো।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে। ইভিএম পদ্ধতি নতুন হওয়ায় কিছুটা ধীরগতিতে ভোট হচ্ছে।

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বলেন, দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পরে স্ট্রাইকিং ফোর্স এসে কেন্দ্রের সামনে অবস্থান নেয়। এখন পরিস্থিতি শান্ত আছে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

নারায়ণগঞ্জ,নাসিক,নির্বাচন,হাতাহাতি,সমর্থক,প্রার্থী,কাউন্সিলর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close