• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১২:৪৩
ময়মনসিংহ প্রতিনিধি

যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসের পর ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিত ঘোষণা করেন জেলা মটর মালিক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, যোগাযোগ সচিবের অনুরোধে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার সঙ্গে আলোচনা সাপেক্ষে ধর্মঘট স্থগিত করা হয়েছে। ২৬ জানুয়ারি এ বিষয়ে আলোচনা করা হবে।

সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন- জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির সোমনাথ সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২ জানুয়ারি সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শেষ না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়।

১৫ জানুয়ারি পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যেও সড়কের বেহাল অবস্থার উন্নতি না হওয়া রোববার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকায় সড়ক পথে যোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়া হয় শনিবার রাতে। রোববার সকাল থেকে ঢাকামুখী যানবাহন না চালায় ভোগান্তিতে পড়তে হয় মানুষকে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ময়মনসিংহ,স্থগিত,পরিবহন ধর্মঘট,আশ্বাস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close