• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২২, ২০:৩১
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে ৫২ শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের কারণে ইতিমধ্যে নার্সিং ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চাঁদপুরে গত কয়েকদিন ধরে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন এ সংখ্যা দ্বিগুন হারে বাড়ছে। তবে তুলনামূলক হারে চাঁদপুর সদর উপজেলাতেই আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।’

এদিকে, ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় নার্সিং ইনস্টিটিউটের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান (ইন্সট্রাক্টর) সেলিনা আক্তার বলেন, তিন দিনে ৫২ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রোববার ছয়জন, সোমবার ১১ জন এবং মঙ্গলবার ৩৫ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্তদের আলাদাভাবে আইসোলেশনে রেখেছি। তাদের বাড়ি যেতে নিষেধ করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, ওই নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১৯০। অর্ধশত শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫ জন। মৃত্যু হয়েছে ২৪১ জনের।

পূর্বপশ্চিমবিডি/জিএস

করোনায় আক্রান্ত,চাঁদপুর,নার্সিং ইনস্টিটিউট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close