• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝগড়া থামাতে বলায় ভাতিজাদের কিল-ঘুষিতে নিহত চাচা

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ১৫:৫৪
ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় ভাতিজাদের ঝগড়া থামাতে গিয়ে নুরুল আফছার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার জায়লস্কর ইউনিয়নের জায়লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়িতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা রাস্তায় ফেলার ঘটনাকে কেন্দ্র করে জনি ও জাহিদের মায়ের সাথে তাদের চাচির ঝগড়া শুরু হয়। ঝগড়া বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এক পর্যায়ে মহিলাদের সাথে বাড়ির পুরুষরাও ঝগড়ায় যোগ দেয়। এ সময় তাদের চাচা নুরুল আফছার ঝগড়া থামাতে এগিয়ে যান। এতে করে জনি ও জাহিদ আরো ক্ষিপ্ত হয় উঠেন। তারা চাচার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তারা তাদের চাচা নুরুল আফছারকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পেটাতে শুরু করেন। ভাতিজাদের মার খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, নুরুল আফছারের সাথে আগে থেকেই তার ভাতিজা জনি ও জাহিদদের বিরোধ ছিল। যার ফলে তারা চাচার ওপর ক্ষিপ্ত ছিল।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হাসান জানান, তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


পূর্বপশ্চিমবিডি/এএন/এসকে

ফেনী,চাচাকে হত্যা,ভাতিজা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close