• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেহেরপুরে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২২, ১৭:৩১
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে ইমদাদুল হক নামে এক ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযান সূত্রে জানা যায়, ‘করমদি ডেন্টাল কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে এমদাদুল হক চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আনামের নের্তৃত্বে একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় তার কাগজপত্র পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আলম ওই দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পারভেজ।

পূর্বপশ্চিমবিডি/জিএস

মেহেরপুর,ভুয়া চিকিৎসক,জরিমানা,ভুয়া চিকিৎসক,,জরিমানা,ভুয়া চিকিৎসক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close