• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভুল করে ব্যাটারির পানি পানে ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বিল্লাল গাজী

যশোরের মনিরামপুরে ইজি বাইকের ব্যাটারির এসিড মিশ্রিত পানি পানে বিল্লাল গাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

    বিল্লাল গাজী উপজেলার শেখপাড়া গ্রামের সবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।

    বিল্লালের স্বজন দেলোয়ার শেখ বলেন, কয়েকদিন আগে ইজিবাইক রাখাকে কেন্দ্র করে যশোরের পুলেরহাট বাজারে হামলার শিকার হন বিল্লাল গাজী। এ সময় দুর্বৃত্তরা ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বিল্লাল।

    তিনি বলেন, বিল্লালের ঘরে বোতলে ইজিবাইকের ব্যাটারির এডিস মিশ্রিত পানি রাখা ছিল। গত রোববার (৩০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ভুলবশত সেই পানি পান করেন তিনি। টের পেয়ে রাতেই তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে বিল্লালের মৃত্যু হয়।

    খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম রসূল এসিড পানি পানে বিল্লালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    পূর্বপশ্চিম/এসকে

    ব্যাটারির পানি,ইজিবাইক চালকের মৃত্যু

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close