• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ধামরাইয়ে ২ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৩ | আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:১০
সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে দোকানে অভিযান চালানোর সময় দুই ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বড়বাড়ী এলাকার মারুফুর রহমানের ছেলে মো. মাহাফুজুর রহমান খান (২৫) ও সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ফুলহারা গ্রামের মৃত বাহাদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (২৯)।

পুলিশ জানায়, সোমবার বিকেলের দিকে বাজারের দীন ইসলাম মিষ্টান্ন ভাণ্ডার ও পরে পপুলার হাসপাতালে গিয়ে কাগজপত্র যাচাই করছিলো ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী দুই ব্যক্তি। এসময় হাসপাতালে ওষুধ মেয়াদহীন জানিয়ে টাকা দাবি করলে সন্দেহ হয় মালিকপক্ষের। পরে তারা পুলিশকে খবর দিলে তদন্ত কেন্দ্রের কর্মকর্তা এসে দু'জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। এরপর তাদেরকে আটক করে পুলিশ।

জানা যায়, মাহাফুজুর রহমান খান ধামরাই সরকারি কলেজে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও রুবেল হোসেন প্রাইভেটকার চালক।

এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেন, বিকেলে খবর পেয়ে ওই দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


পূর্বপশ্চিম/এএন

ঢাকার ধামরাই,ভুয়া ম্যাজিস্ট্রেট,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close