• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে এগিয়ে মানবিক বিভাগের পরীক্ষার্থীরা

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:৪৭
দিনাজপুর প্রতিনিধি

২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার (১৩ ফেব্রুয়ারি)।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর দেখা যায় বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে এগিয়ে রয়েছে মানবিক বিভাগের পরীক্ষার্থীরা।

দিনাজপুরে মানবিক বিভাগে পাশের হার ৯৫.৫৪ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৮৮.২৬ শতাংশ এবং বাণিজ্য শিক্ষা বিভাগ থেকে ৮২.০০ শতাংশ পাস করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ৬০২ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ হাজার ৭ শত ১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ।

মানবিক বিভাগ থেকে ৭৫ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭২ হাজার ২৯০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ।

এছাড়া বানিজ্য বিভাগ থেকে ১২ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে ।

তিন বিভাগ মিলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ৯২.৪৩ শতাংশ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

এইচএসসি,দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close