• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বগুড়ায় আ.লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৫
বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু আরো উপস্থিত ছিলেন টি জামান নিকিতা, এডভোকেট আমানুল্লাহ আসাদুল রহমান দুলু, সাগর কুমার রায়, মনসুর রহমান মুন্নু, শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহ আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল-রাজী জুয়েল, নাসরিন রহমান সীমা, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, এস এম রুহুল আমিন তারিক, এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আতিকুর রহমান দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, তহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, মাহফুজুল ইসলাম রাজ, শুভাশিস পোদ্মার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, রোমান আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন, রাসেল আহমেদ কনক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের।

এর আগে বৃহস্পতিবার সদরের কদিমপাড়ায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিনসহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। উভয় কর্মসূচিতে জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


পূর্বপশ্চিম/এসকে

বগুড়া,আওয়ামী লীগ,মমতাজ উদ্দিন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close