• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে যুবলীগ নেতার ঘর থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার

প্রকাশ:  ১০ মার্চ ২০২২, ১৭:৫৯ | আপডেট : ১০ মার্চ ২০২২, ১৮:২৬
ফেনী প্রতিনিধি
১৫০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার

ফেনী সদর যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিবের ঘর থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (৯ মার্চ) রাত ৯টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর ডুমুরুয়া গ্রামের যুবলীগ বাড়ি থেকে এসব ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে যুবলীগ নেতা রাকিব পালিয়ে যায়। তিনি ফেনী সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। এসময় যুবলীগ নেতা রাকিবের টিনশেড বসতঘর থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রাকিব পালিয়ে গেলেও তার ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি ও ফেনী জেলা পরিষদের সদস্য নুরুল আফছার আপন জানান, তারা ঘটনাটি শুনেছেন। বিষয়টি জেলা যুবলীগ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীকেও জানানো হয়েছে। এ ঘটনায় তার (রাকিব) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পলাতক রাকিবুল ইসলামের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে।

পূর্বপশ্চিমবিডি/এএএম/জেএস

ফেনী,যুবলীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close