• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিজ বাড়ি থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১৭:০০
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বিরামপুরে নিজ বাড়ি থেকে মোশাররফ হোসেন ঝন্টু (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোশারফ হোসেন রাহবার এন্টারপ্রাইজ নামের একটি কোচের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। পুলিশের ধারণা, কয়েকদিন আগে নিজ বাড়িতে স্টক করে তিনি মারা গেছেন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মোশারফ হোসেন পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আব্দুর জলিলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত জানান, মোশারফ রাহবার এন্টারপ্রাইজ নামের একটি কোচের সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। তার ছেলে, স্ত্রী কেউই বাড়িতে থাকেন না। তিনি একাই বাড়িতে থাকতেন। বুধবার সকালে নিহতের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোশাররফের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল ঘটনা বোঝা যাবে।

লাশ উদ্ধারের পর দিনাজপুর এম আবআদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

-এসএ/এনএন

দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close