• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারির সময় গ্রেফতার ৩

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৮:১২ | আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৮:৪৬
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারি করে অধিক দামে বিক্রির সময় হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ মার্চ) দুপুর বারোটার দিকে দিনাজপুর স্টেশন চত্বর থেকে তাদের গ্রেফতার করে দুদক।

গ্রেফতারকৃতরা হলেন স্টেশনের কুলি দিনাজপুর বিরলের তেঘড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে রুস্তম আলী (৪০), দিনাজপুর পৌর এলাকার মিশন রোডস্থ খ্রিস্টান পল্লীর নুর ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৬) ও দিনাজপুর ষষ্ঠীতলার মনির হোসেনের ছেলে ওমর আলী (৩৫)।

দিনাজপুর দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে দুদকের কর্মকর্তারা ট্রেনের টিকিট ক্রয় করার সময় অতিরিক্ত মূল্য গ্রহণ করায় ২ কালোবাজারিকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তরা।

গ্রেফতারের পর দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান জিয়ার কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জবাববন্দিতে মূল হোতা ওমর আলীর কথা জানা যায়। পরে ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

ইতিপূর্বে তারা একাধিকবার ট্রেনের টিকিট কালোবাজারি করার সময় গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ।

পূর্বপশ্চিম/এসএম/এনএন

টিকিট,দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close