• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৮:৪২
লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা নদীর সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানবন্ধন করেছে তিস্তা বাচাঁও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবন্ধন শেষে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

এতে বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা শাখার নেতা ও পাটিকা ইউপির সাবেক চেয়ারম্যান ওসমান গনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বজলার রহমান বজু প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যখন তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করলেন, তখন আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আশা করেছিলাম, মুজিব বর্ষেই এই তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে পারব। কিন্ত আজ পর্যন্ত তার বাস্তবায়ন দেখতে পেলাম না। তাই পরিবেশ বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তয়বায়নের মাধ্যমে নদীকে রক্ষা করা হোক। নদী বাঁচলে পরিবেশের ভারসম্য রক্ষা পাবে। আর মানুষ সুস্থভাবে বাঁচবে। ফলে তিস্তা মহাপরিকল্পনাসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জায়িছেন বক্তারা।

পূর্বপশ্চিম/টিকে/এনএন

তিস্তা,লালমনিরহাট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close